৪৫৩৪ নং. প্রশ্ন
তালাক | ২২/১০/২০২৪
রাশেদ আব্দুল্লাহ
|ফেনী, বাংলাদেশ।হুজুর, এক্সিডেন্টে আমার বাম হাত ভেঙে যাওয়ায় ডাক্তার পুরো হাত ব্যান্ডেজ করে দিয়েছে। তাই আমি ট্যাপ ছেড়ে ডান হাতের সাহায্যে ওযুর অঙ্গগুলো ধৌত করি আর বাম হাতের ব্যান্ডেজের ওপর মাসেহ করি। আজ ভোরে ওযু করার সময় হাতের ব্যান্ডেজের ওপর মাসেহ করলেও বেখেয়ালে আঙ্গুলগুলোর অগ্রভাগের ব্যান্ডেজের অংশ মাসেহ করা হয়নি। এরপর ঐ ওযু দিয়েই ফজর নামায পড়েছি।
উত্তর:
জমিনে নাক না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে নামায আদায় হয়ে যাবে। তবে বিনা ওযরে নাক না লাগিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। সিজদা আদায়ের ক্ষেত্রে কপালের সাথে নাকও মাটিতে লাগিয়ে রাখা সুন্নত। হাদীস শরীফে এসেছে, আবু হুমাইদ সায়েদী রা. থেকে বর্ণিত, তিনি বলেনÑ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَجَدَ أَمْكَنَ أَنْفَه وَجَبْهَتَه مِنَ الأَرْضِ. নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তিনি নাক ও কপাল উভয়টি জমিনে লাগিয়ে রাখতেন। (জামে তিরমিযী, হাদীস ২৭০, সুনানে আবু দাউদ, হাদীস ৭৩৪)
তথ্যসূত্র:
কিতাবুল আছল ১/১৪; বাদায়েউস সানায়ে ১/৪৯২; আলমুহীতুল বুরহানী ২/৮৩; আননাহরুল ফায়েক ১/২১৬