প্রতিষ্ঠান পরিচিতি

  • নাম:

    জামিয়াতুল লতিফ

  • অবস্থান:

    বরাবো বাসস্ট্যান্ড সংলগ্ন, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

  • প্রতিষ্ঠাতা সভাপতি:

    মোহাম্মদ লুৎফর রহমান (বাদল)

  • প্রতিষ্ঠাতা পরিচালক:

    শাইখ মুহাম্মাদ ইব্রাহীম নোমানী হাফিযাহুল্লাহ

  • ছাত্র সংখ্যা:

    ১২০+

  • শিক্ষক ও স্টাফ:

    ১৫+

  • অবতরণিকা:

    যুগ যুগ ধরে কুরআন কারীমের শব্দ যেমন হাফেজদের মাধ্যমে সংরক্ষিত হয়ে আসছে, তেমনি তার মর্মার্থও তাফসীর, হাদীস, ফিকহ সহ ইসলামিক মৌলিক জ্ঞানসমূহ আলেম ওলামাগণ দ্বারা সংরক্ষিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় উপমহাদেশে ১৮৬৬-তে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ থানায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় এবং একটি ইলহামী পাঠ্যসূচী (ঐশী ইশারার পাঠ্যসূচী) তদানিন্তকালের যুগশ্রেষ্ঠ ওলীআল্লাহগণ প্রণযন করেন এবং পৃথিবীর আনাচে কানাচে এই মাসলাক ও মানহাজে অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে দ্বীনের সকল শাখায় কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে।

  • জামেয়ার উদ্দেশ্য ও আদর্শ:

    নববী আদর্শ বাস্তবায়নের জন্য মুখলিস. সুন্নতের অনুসারী, সৎ, যোগ্য, মেধাবী, আলেমে রব্বানী ও আল্লাহওয়ালা তৈরি করা। দারুল উলুম দেওবন্দের মাসলাক, ফিকির উজ্জিবীত করা ও বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সৃষ্টির সেবায় ব্রত হওয়া।